বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

ঈদে কবি গোলাম মাওলা জসিম এর কবিতা চিত্র ‘অসময়’

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩১ বার পঠিত
আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৩:৩১ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক: 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রেমের কবিতা নিয়ে নির্মিত হল কবিতা চিত্র ‘অসময়’। কবিতাকে ভিডিও আকারে চিত্রায়নের এ কাজটি পরিচালনা করেছেন বড়ুয়া সিমান্ত। কবিতাটি রচনা করেছেন কবি গোলাম মাওলা জসিম।

সম্প্রতি চট্টগ্রাম সিটির সিআরবি, শিল্প কলাএকাডেমি, পতেঙ্গা সমুদ্র সৈকত, আকবরশাহ রেলওয়ে হাউজিং সোসাইটিতে কবিতা চিত্রের দৃশ্যধারণ করা হয়েছে।

কবিতা চিত্রটি প্রযোজনা করেছে কবিতা ঘর এবং এতে অভিনয় করেছেন চট্টগ্রাম এর বহুল পরিচিত বাচিক শিল্পী মিলি চৌধুরী গোলাম মাওলা জসিম ও জেমিমা।

এছাড়া কবিতাটিতে কন্ঠ দিয়েছেন চটগ্রামের সু পরিচিত বাচিক শিল্পী ও প্রশিক্ষক হাসান জাহাঙ্গীর
পরিচালক বড়ুয়া সিমান্তবলেন, ‘আমার পরিচালনায় এই প্রথম কবিতা চিত্র চিত্রায়ন করলাম। এটি একটি ব্যক্তিক্রমী কাজ হয়েছে। আশা করি, এটি দর্শকদের কাছে ভাল লাগবে।’

আগামী ঈদের অনুষ্ঠান মালায় বিপল টিভিতে প্রচার করা হবে এ কবিতা চিত্র।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর