বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

শতাধিক হতদরিদ্র পরিবারকে ঈদ উপহার সামগ্রী দিল সৈয়দ হারুন ফাউন্ডেশন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৪ বার পঠিত
আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ণ

সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি : বরাবরের মতো এবার ও ৫ শতাধিক হতদরিদ্র নারী পুরুষ কে সেমাই,চিনি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী সম্বলিত ঈদ উপহার সামগ্রী দিল সেনবাগের সর্ববৃহৎ মানবিক সংগঠন সৈয়দ হারুন ফাউন্ডেশন।

শনিবার উপজেলার সিলোনিয়া ইউনিয়ন পরিষদের সামনে উক্ত উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান মানবিক ব্যক্তিত্ব, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হারুন এমজেএফ এর সহধর্মিণী, সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সৈয়দা সাজেদা রশিদ শেলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুস সাত্তার বিএসসি,হোসেন শহিদ সরোয়ার্দি,আহমেদ জাবের,ফাউন্ডেশনের সভাপতি, সম্পাদক, সদস্য বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সৈয়দ হারুন ফাউন্ডেশন প্রতি বছরই ঈদ উল ফিতর ঈদ উপহার সামগ্রী এবং ঈদ উল আযহায় মাংস ও চাল, মসলা ইত্যাদি বিতরণ করে থাকে।
এছাড়া এ সংগঠনের একটা বিশেষত্ব হচ্ছে ফাউন্ডেশনের একঝাঁক তরুণ এলাকা ভিত্তিক নিরপেক্ষ ভাবে যাচাই বাছাই করে প্রকৃত হতদরিদ্রদের এসব উপহার সামগ্রী প্রদান করেন।

এছাড়া সৈয়দ হারুন ফাউন্ডেশনের লাখপতি প্রজেক্টের আওতায় একই ভাবে বাচাই করে লটারির মাধ্যমে প্রতিবছর ২ জন কে লাখপতি বানিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেয়।

এসকল কর্মকাণ্ড ছাড়াও এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও মানবিক কাজে ব্যাপক ভুমিকা রেখে সেনবাগের সবচেয়ে বড় মানবিক সংগঠনে পরিণত হয়েছে, যার নেপথ্যে রয়েছেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান, মানবিক ব্যক্তিত্ব লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর