নিজস্ব প্রতিনিধি : জমি সংক্রান্ত সংঘর্ষের জেরে উত্তর কাট্টলী তে শ্যামল চৌধুরী নামে এক ব্যাক্তি খুন হয়েছে।
অদ্য ১এপ্রিল নগরীর আকবরশাহ থানাধীন ১০ নং ওয়ার্ড উত্তর কাট্টলী বড় কালী বাড়িতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
উত্তর কাট্টলী ইশান মহাজন রোড় বড় কালী বাড়ী পাশে পারিবারিক জায়গা নিয়ে এক পক্ষের হামলায় শ্যামল চৌধুরী নামক এক ব্যাক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহতে লাশ রয়েছে।
এদিকে আকবর শাহ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, সকালে ঘরের সীমানা নির্ধারণ নিয়ে প্রতিবেশীদের সাথে শ্যামল চৌধুরীর পরিবারের ঝগড়া হয়। এসময় তিনি অসুস্থ হয়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
ওসি কামরুজ্জামান আরও বলেন মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। এক পক্ষ বলছে শ্যামল চৌধুরীকে মারধর করা হয়েছে, আরেক পক্ষ বলছে ঝগড়ার মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়ে গেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। কিভাবে শ্যামল চৌধুরীর মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত হবে ময়নাতদন্ত প্রতিবেদন।