সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাউন্ডেশনের সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে ও টুর্নামেন্টের সমন্বয়ক নুর নবী রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ থেকে বিরতিহীন ভাবে ৫ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক বিরোধী দলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে প্রাইজমানি তুলে দেন জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশনের চেয়ারম্যান তামান্না ফারুক থীমার ছেলে আয়মান সালমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও সেনবাগ পৌরসভার প্রশাসক মো: জাহিদুল ইসলাম, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক,সৈয়দ হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ, নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আবদুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ থানার পরিদর্শক তদন্ত হযরত আলী মিলন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আমিন উল্যাহ বিএসসি, ফাউন্ডেশনের সদস্য ব্যাবসায়ী আবুল বাহার,পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, সহিদ উল্যাহ, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফা, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালাউদ্দীন লিটন, সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল,পৌর যুবদলের আহবায়ক মোকাররম হোসেন, সদস্য সচিব ইমরান হোসেন স্বপন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
খেলায় ডমুরুয়া ইউনিয়ন দল সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়ন দল কে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে প্রাইজমানি ১ লক্ষ ৫০ হাজার টাকা লাভ করে।
রানারআপ দল বারগাঁও ইউনিয়ন দল পান ১ লক্ষ টাকা।