আন্তর্জাতিক ডেস্ক:- ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন স্থানে রাতভর একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন।
খান ইউনিসের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত তাঁবুতে এক হামলায় অন্তত চারজন প্রাণ হারিয়েছেন।
গাজা শহরের উত্তরাঞ্চলীয় শুজাইয়া এলাকায় একটি বাড়িতে ইসরায়েলের বোমা হামলায় অন্তত তিনজন নিহত ও ১৫ জন আহত হন।
হাসপাতাল সূত্র আল জাজিরাকে জানায়, বুধবার ভোর থেকে চালানো হামলায় অন্তত ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউ-এর একটি চিকিৎসাকেন্দ্রে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নারী-শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত ৫০ হাজার ৪২৩ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৪ হাজার ৬৩৮ জন আহত হয়েছেন।
উপত্যকাটির সরকার পরিচালিত তথ্য অফিস জানায়, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো নিখোঁজ ব্যক্তিকে মৃত হিসেবে ধরে নিয়ে মোট প্রাণহানি ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলায় ইসরায়েলে অন্তত এক হাজার ১৩৯ জন নিহত হন এবং দুই শতাধিক লোককে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার দামেস্ক, হামা ও হোমস প্রদেশে নতুন করে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে।