স্পোর্টস ডেস্ক:- কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি)-এর বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে লিওনেল মেসি পাঁচটি শট নিলেও, দুটি ছিল অন টার্গেট, যা দক্ষতার সঙ্গে রুখে দেন হুগো লরিস।
ম্যাচের ৫৭তম মিনিটে একমাত্র এবং জয়সূচক গোলটি করেন ২১ বছর বয়সী নাথান অর্ডাজ। সার্জিও বুসকেতসকে পাশ কাটিয়ে দুর্দান্ত এক শটে বল জালে পাঠান তিনি।
তরুণ এই ফরোয়ার্ড আগেও কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে গোল করেছেন, কলম্বাসের বিপক্ষে তার গোলটি বেশ প্রশংসিত হয়েছিল।
প্রথমার্ধে অবশ্য অর্ডাজ বিতর্কিত এক ঘটনার কেন্দ্রেও ছিলেন।
ইন্টার মায়ামির উরুগুইয়ান ডিফেন্ডার ম্যাক্সি ফ্যালকনের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন তিনি। ভিডিও রিভিউর পরও লাল কার্ড না দেখিয়ে তাকে শুধু হলুদ কার্ড দেওয়া হয়, যা নিয়ে মায়ামির খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ দেখা যায়।
মেসির সুযোগ ছিল, কিন্তু ভাগ্য সহায় হয়নি চোট কাটিয়ে মাত্র গত সপ্তাহে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। ফিলাডেলফিয়ার বিপক্ষে বদলি নেমে গোল করলেও, লস অ্যাঞ্জেলেসের মাঠে তার জাদু কাজ করেনি।
ম্যাচের প্রথমার্ধে দুটি ফ্রি-কিক নেওয়ার সুযোগ পান মেসি। প্রথমটি গোলবারের ওপর দিয়ে চলে যায়, আর দ্বিতীয়টি সরাসরি গোলকিপার হুগো লরিসের হাতে জমা পড়ে। ৮০তম মিনিটে এক দারুণ টার্ন নিয়ে শট নিলেও, তা পোস্টের ওপর দিয়ে চলে যায়। ৮৬তম মিনিটে আরেকটি শট নিলেও, লরিস সেটিও ঠেকিয়ে দেন। অতিরিক্ত সময়ে আরেকটি ফ্রি-কিক পেলেও, সেটিও লক্ষ্যে রাখতে ব্যর্থ হন আর্জেন্টাইন মহাতারকা।
পরের লেগে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।দুই দলের মধ্যে দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল, ফোর্ট লডারডেলে। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে কে সেমিফাইনালে উঠবে। সেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস অথবা মেক্সিকোর পুমাস, যারা প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছে।
তারকা দর্শক ও মায়ামির পারফরম্যান্স।ম্যাচটি দেখতে উপস্থিত ছিলেন এনবিএ তারকা স্টিফেন কারি, যার দল গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স পরদিন লস অ্যাঞ্জেলেস লেকার্সের বিপক্ষে খেলবে।
এদিকে, ইন্টার মায়ামি এখনো মেজর লিগ সকারে (এমএলএস) ভালো অবস্থানে রয়েছে। ৪-০-১ রেকর্ড নিয়ে তারা লিগের শীর্ষে অবস্থান করছে। তবে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে টিকে থাকতে হলে, ঘরের মাঠে দ্বিতীয় লেগে জয় পেতেই হবে মেসিদের।