আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব পণ্যের ওপর নতুন করে ব্যাপক হারে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন। এটি বিশ্ব বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাঁক হয়ে দাঁড়াতে পারে।
এই পরিকল্পনার আওতায় যুক্তরাষ্ট্রে আমদানি করা সব পণ্যের ওপর ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এটি ডোনাল্ড ট্রাম্পের গত বছরের নির্বাচনী প্রচারে দেওয়া প্রস্তাবের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।
হোয়াইট হাউস জানায়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীনের মতো ‘সবচেয়ে বেশি অপরাধী’ দেশগুলোর পণ্যের ওপর আরও উচ্চ হারে শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প বলেছেন, এটি দেশগুলোর অন্যায্য বাণিজ্যনীতির বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা।
ট্রাম্পের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মুক্ত বাণিজ্যনীতির সঙ্গে বিরোধপূর্ণ। বিশ্লেষকদের মতে, এর ফলে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বাড়বে।
দেশটির পাশাপাশি বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হয়ে পড়তে পারে।
হোয়াইট হাউস জানায়, ১০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হবে ৫ এপ্রিল থেকে। এরচেয়েও বেশি হারে শুল্ক কার্যকর হবে ৯ এপ্রিল থেকে।
বুধবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, ‘এটি আমাদের অর্থনৈতিক স্বাধীনতার ঘোষণা। ’ তিনি দাবি করেন, অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উচ্চ শুল্ক আরোপ এবং আমেরিকান রপ্তানি পণ্যের ওপর অন্যান্য বাণিজ্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেশটিকে কাজে লাগাচ্ছে।
তার যুক্তি, অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের বিপরীতে উচ্চ শুল্ক আরোপ করে এবং আমেরিকান রপ্তানি পণ্যের বিরুদ্ধে বিভিন্ন বাণিজ্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেশটির প্রতি অবিচার করছে।