শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

চলে গেলেন বলিউড তারকা মনোজ কুমার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫ বার পঠিত
আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১:০৬ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক:- বলিউড অভিনেতা মনোজ কুমার আর নেই। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৪ এপ্রিল) সকালে মৃত্যুবরণ করেন তিনি।

তার বয়স হয়েছিল ৮৭ বছর।

চিকিৎকরা জানিয়েছেন, তার মৃত্যুর কারণ ছিল হৃদরোগজনিত জটিলতা।

এছাড়া দ্বিতীয় কারণ ছিল ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস।

১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের (বর্তমান খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান) অ্যাবটাবাদ শহরে জন্মগ্রহণ করেন মনোজ কুমার।

তার আসল নাম ছিল হরিকৃষ্ণ গোস্বামী।

ফ্যাশন শো’র মাধ্যমে ১৯৫৭ সালে বলিউডে পা রাখেন মনোজ কুমার।

এরপর ১৯৬১ সালে ‘কাঁচ কি গুড়িয়া’,‘পুরব অউর পশ্চিম’ এবং ‘ক্রান্তি’ চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি।

২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন মনোজ কুমার। সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। তবে বয়সজনিত সমস্যায় রোগে ভুগছিলেন বহুদিন ধরেই। একাধিকবার ভর্তি হতে হয় হাসপাতালে। সর্বশেষ মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে চিকিৎসা চলছিল তার।

শুক্রবার ভোরে সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মনোজ কুমারের ছেলে কুণাল গোস্বামী জানান, আগামিকাল শনিবার সকালে তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে। মনোজ কুমারের এই মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ। শোক প্রকাশ করেছেন তারকারা।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর