জাতীয় ডেস্ক:- মেহেরপুর-কুষ্টিয়া সড়কে মাছ বোঝাই আলগামন উল্টে জুয়েল রানা (২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার চোখতোলার মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল রানা গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জুয়েল রানা ছাতিয়ান গ্রাম থেকে মাছ নিয়ে বিক্রির উদ্দেশ্যে গাংনী মাছ বাজারে যাচ্ছিলেন। চোখতোলার মাঠ নামক স্থানে পৌঁছানো মাত্র আলগামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে।
এসময় আলগামনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন জুয়েল। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।