সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন

এক যুগ পর হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫ বার পঠিত
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:- এক যুগ পর হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ। চলতি মাসে এ সংলাপ হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান।

শনিবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২০১২ সালে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এ ধরনের সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।

চলমি মাসে যে সংলাপ আশা করা হচ্ছে, তাতে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ঠিক করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সম্পর্কোন্নয়ন পরিলক্ষিত হচ্ছে।

দুই দেশই নিজেদের মধ্যে ভালো সম্পর্ক তৈরির চেষ্টা করছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার বৈদেশিক নীতি পরিবর্তন করে পাকিস্তানের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক শক্তিশালী সম্পর্ক গড়ার দিকে নজর দিয়েছে।

আসন্ন রাজনৈতিক সংলাপ সেটিরই একটি অংশ। এর লক্ষ্য হবে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রাতিষ্ঠানিকীরণ করা।

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ সংলাপে নিজেদের দেশের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন। সংলাপে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্বহাল, রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধি ও দুই দেশের সম্পর্ক জোরদারে একটি প্লাটফর্ম তৈরির ব্যাপারে জোর দেওয়া হবে।

আগামী ২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার। তার এ সফরটিকে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কোন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে। এর মাধ্যমে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে শক্তিশালী সম্পর্ক তৈরির পথ খুলবে। যা এই অঞ্চলের সহযোগিতা ও স্থিতিশীলতার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর