সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন

গাজায় জরুরি স্বাস্থ্য কর্মীদের হত্যার ঘটনায় ইসরায়েলের ভুল স্বীকার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪ বার পঠিত
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:- গাজায় ১৫ চিকিৎসাকর্মীকে গুলি করে হত্যায় ‘ভুল’ স্বীকার করল ইসরায়েল। ইসরায়েলি বাহিনী বলছে, দক্ষিণ গাজার ওই ঘটনায় তাদের সৈন্যরা ভুল করেছে।

গত ২৩ মার্চ এই হত্যার ঘটনা ঘটে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) অ্যাম্বুলেন্সের একটি বহর, জাতিসংঘের একটি গাড়ি ও গাজার সিভিল ডিফেন্সের একটি ফায়ার ট্রাক রাফাহর কাছে ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণের শিকার হয়।

প্রথমে ইসরায়েল দাবি করেছিল, এই বহরটি অন্ধকারে কোনো হেডলাইট বা ফ্ল্যাশিং লাইট ছাড়াই ‘সন্দেহজনকভাবে’ এগিয়ে আসায় তাদের সৈন্যরা গুলি চালায়। এ ছাড়া বলা হয়, গাড়িগুলোর চলাচলের বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে কোনো সমন্বয় করা হয়নি।

তবে নিহত এক চিকিৎসাকর্মীর মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, গাড়িগুলোর লাইট জ্বালানো ছিল এবং তারা আহতদের সহায়তা করতে ঘটনাস্থলে যাচ্ছিল।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর