মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন

যুবলীগ নেতা গ্রেফতার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬ বার পঠিত
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১২:২৬ অপরাহ্ণ

রাজনীতি ডেস্ক:- ফরিদপুরের বোয়ালমারীতে আলফাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায় মো. সাব্বির হোসেন (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান ও আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (৪ এপ্রিল) রাতে তার নিজ বাড়ি থেকে বোয়ালমারী থানা পুলিশ ও আলফাডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সাব্বির বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও দাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জাফর সরদারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকসহ আওয়ামী লীগের ১৭০ নেতা-কর্মীর নামে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌরসদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এ মামলায় পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলকেও আসামি করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছেন।

তবে মামলাটির প্রথম শ্রেণির নেতা-কর্মীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

বোয়ালমারী থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, শুক্রবার (৪ এপ্রিল) রাতে পুলিশের যৌথ অভিযান চালিয়ে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাব্বির হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। শনিবার সকালে তাকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলার অজ্ঞাত আসামি সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে শনিবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর