মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন

ঈদে আসছে অর্পনা রানী রাজবংশী’র নাটক ‘বিশিষ্ট চিন্তাবিদ’

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬ বার পঠিত
আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১২:৪৬ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক:- আলিম বিশ্বাস করে জীবনে চলতে গেলে সবকিছু পরিকল্পনা করে চলতে হয়। তার যুক্তি, এক জীবনে যা ইনকাম সবই যদি খেয়ে ফেলে তাহলে সন্তান মানুষ করবে কীভাবে।

এই নিয়ে প্রায় তার স্ত্রী রত্নার সঙ্গে ঝগড়ার সৃষ্টি হয়।

আলিম পরিকল্পনা করে আগরবাতি ভেঙ্গে ব্যবহার করলে সেটা বেশিদিন ব্যবহার করা যাবে।

সে চিন্তা করে আগরবাতি যদি ভেঙ্গে ব্যবহার করা হয় তাহলে দীর্ঘদিন ব্যবহার করা যাবে। সে ঘুমানোর আগে ঘড়িতে এলার্ম দেয় এবং ঘুম থেকে উঠে ঘড়ির ব্যাটারি খুলে রাখে, তার ভাবনা তাতে করে ঘড়ির ব্যাটারি সাশ্রয় হবে।

এমন চিন্তাবিদের গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘বিশিষ্ট চিন্তাবিদ’।

অর্পনা রানী রাজবংশীর রচনা নাটকটি নির্মাণ করেছেন নাজনীন হাসান।

এতে অভিনয় করেছেন আ.খ.ম. হাসান, মৌসুমী হামিদ, কাজী রাজু, ফরিদ হোসেন, জেরিন সহ প্রমুখ।

অর্পনা রানী রাজবংশী বলেন, বিশেষ কিছু না থাকলে যেমন দাম থাকে না, তেমনি বিশিষ্ট হতে গেলেও বিশেষ কিছুর প্রয়োজন হয়। আর তেমনি বিশেষ কিছু অর্জন করতে গিয়ে হাসির পাত্রে পরিণত হয় আলিম। আর হয়ে উঠেন বিশিষ্ট চিন্তাবিদ।

নির্মাতা সূত্রে জানা যায়, ঈদ-উল-ফিতরের আয়োজনে নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর