মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

পিএসএলের ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের আতাহার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪ বার পঠিত
আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১২:৫৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক:- প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ধারাভাষ্যে থাকবেন কোনো বাংলাদেশি। মাইক্রোফোন হাতে পিএসএলের দশম আসরে থাকবেন আতাহার আলী খান।

দেশের হয়ে প্রায়ই ধারাভাষ্য দিতে দেখা যায় তাকে। এমনকি আইসিসি ইভেন্টেও ধারাভাষ্যে থাকেন তিনি।

আতাহার ছাড়াও পিএসএলের ধারাভাষ্য প্যানেলে থাকছেন ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক, এমসিসির সাবেক সভাপতি মার্ক নিকোলাস, ডমিনিক কর্ক এবং মার্ক বুচার। দক্ষিণ আফ্রিকা থেকে থাকছেন জেপি ডুমিনি এবং মাইক হেইসম্যান।

নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলও থাকছেন এই প্যানেলে। অস্ট্রেলিয়ার দুইবারের নারী বিশ্বকাপজয়ী লিসা স্তালেকারও থাকছেন ধারাভাষ্য প্যানেলে।

এছাড়া পাকিস্তান থেকে থাকছেন চারজন সাবেক টেস্ট অধিনায়ক—আমির সোহেল, রমিজ রাজা, ওয়াকার ইউনুস ও ওয়াসিম আকরাম। তাদের সঙ্গে থাকবেন সাবেক টেস্ট খেলোয়াড় বাজিদ খান, পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক উরুজ মুমতাজ এবং ক্রিকেট বিশ্লেষক সিকান্দার বখত।

আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএল। চলবে ১৮ মে পর্যন্ত।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর