বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

বান্দরবানে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৩ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ

জাতীয় ডেস্ক:- বান্দরবানে শিশুকে ধর্ষণের অভিযোগে কাঞ্চন দাশ (৫৪) নামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত কাঞ্চন দাশ বান্দরবানের জামছড়ি ইউনিয়নের বাঘমারা হিন্দু পাড়ার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার (৭ এপ্রিল) দুপুরে ভিকটিম (৭) স্কুল থেকে এসে তার মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে দোকানে খাবার কিনতে যায়। এসময় দোকানে এবং দোকানের আশপাশে লোকজন না থাকার সুযোগে গ্রেপ্তারকৃত আসামি শিশুটিকে ধর্ষণ করে।

ধর্ষণের শিকার শিশুটি কান্নারত এবং আতঙ্কিত হয়ে বাড়িতে এসে তার মায়ের কাছে ঘটনাটি বলে।

পরে ভিকটিম শিশুটির মা বান্দরবান সদর থানায় অভিযোগ দায়ের করলে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নির্দেশনায় একটি টিম আসামিকে গ্রেপ্তার করে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আবদুল করিম শিশু ধর্ষণের অভিযোগে কাঞ্চন দাশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর