রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
গাজায় ইসরাইয়েলি নৃশংস গণহত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন-বিক্ষোভ বেরোবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে‘মার্চ ফর গাজায়’অংশ নেবেন নেতারা গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের বৈষম্য কমবে না: মিন্টু নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পেটাল স্বেচ্ছাসেবক দল নেতাকে সিলেটে বাটার লুণ্ঠিত জুতা ফেসবুকে পোস্ট করে বিক্রির চেষ্টা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের পরিকল্পনা ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ চীনা পণ্যে উচ্চ শুল্ক ট্রাম্পের, বাংলাদেশের সামনে সুযোগ গাজার ৫০ শতাংশ ইসরাইলের দখলে, নিজভূমে পরবাসী ফিলিস্তিনিরা ফিলিস্তিনিদের বাঁচানোর জন্য‘বেশি সময় হাতে নেই’: জাতিসংঘ

গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের বৈষম্য কমবে না: মিন্টু

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪ বার পঠিত
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ণ

রাজনীতি ডেস্ক:- বিএনপি  ভাইস চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি একটি গণতান্ত্রিক সরকারের জন্য আন্দোলন করছে। একটি গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয় এবং দেশে বৈষম্যও কমবে না।

শুক্রবার (১১ এপ্রিল) রাতে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মুনাফা সমাজ উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। সামাজিক বিনিয়োগ আর্থিক বিনিয়োগের পূর্বশর্ত।

এমন বিনিয়োগ প্রয়োজন, যা কর্মসংস্থান সৃষ্টি করবে।

তিনি বলেন, উৎপাদনশীলতা বাড়লে দেশ উন্নত হবে।

রাজনীতি ও অর্থনীতি আলাদা নয়; বরং রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। দেশের বৈষম্য কমাতে হলে রাজনীতিকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রনওক জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নির্বাহী সদস্য গোলাম রেজা দুলু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান শাহাজান হোসেন, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বেনাপোলের সভাপতি শামসুর রহমান, বাংলাদেশ জুয়েলারি সমিতি যশোর শাখার সভাপতি রকিবুল ইসলাম সঞ্জয় ও চিন্ময় সাহা ।

সভায় বেনাপোল বন্দর ও নদীবন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন মিজানুর রহমান খান।

তিনি বিদেশি বিনিয়োগের অন্তত দশ শতাংশ যশোর অঞ্চলে পাঠানোর অনুরোধ জানান, যাতে দক্ষিণাঞ্চল আরও সমৃদ্ধ হয়। এছাড়া, তিনি যশোরে একটি কন্টিনার টার্মিনাল স্থাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর