নাটোর প্রতিনিধি: গাজায় ইসরাইয়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে নাটোরের কানাই খালি কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯এপ্রিল) বাদ জুম্মা নাটোর কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ সর্বস্বেচ্ছা উন্নয়ন দলের আয়োজনে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে, ইসরায়েলি পণ্য বয়কট, ইসরাইল বয়কট’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ ইত্যাদি শ্লোগান দিতে দেখা যায়।
পরে সেখানে ইসরাইয়িককে আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে বিচার করতে হবে। সরকারকে অবিলম্বে ইসরায়িলকে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষনা ও তাদের সাথে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধের আহবান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র সহ সভাপতি মুফতি আবদুর রকিব বিন আনোয়ার, ইসলামি যুব আন্দোলন নাটোর জেলার সভাপতি মুফতি জালালুদ্দিন নোমানী, সহ সভাপতি হাফেজ মাও. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ইখলাস উদ্দিন, ইসলামি আন্দোলন বাংলাদেশ নাটোর সদর শাখার সভাপতি মাওলানা ফজলুল হক, ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার প্রচার ও দাওয়াত বিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা সাগর প্রমুখ।
বক্তারা আরো জানান, গোটা বিশ্বে আজ সবচেয়ে নিগৃহীত ফিলিস্তিনবাসী। নবজাতক শিশু থেকে শুরু করে বৃদ্ধদেরকেও ইসরাইয়িল নির্বিচারে গুলি করে হত্যা করছে।
আহত হয়ে বিনা চিকিৎসা মৃত্যুর কোলে ঢলে পড়ছে হাজার হাজার মানুষ। আহতদের চিকিৎসা প্রদানে এগিয়ে আসা স্বাস্থ্য-কর্মীদেরও হত্যা করা হচ্ছে। এ অবস্থায় বিশ্ব মানবতার আর চুপ থাকা উচিত নয়। পথসভা শেষে নিহত ফিলিস্তিনিদের রুহের মাগফেরাত ও দূয়া মোনাজাত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলার শাখার সহ-সভাপতি ক্বারী মকবুল হোসেন ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা দোয়া করা হয়।