সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

গাজীপুরে কৃষক দলের নেতাকে কুপিয়ে হত্যা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১২ বার পঠিত
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ

জাতীয় ডেস্ক:- গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণখান এলাকায় কৃষকদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব মোল্লা (৩৫) গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার দক্ষিণখান এলাকার ইসমাইল মোল্লার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাকিব মোল্লাকে কুপিয়ে দক্ষিণখান এলাকায় রাস্তায় ফেলে পালিয়ে যায়।

এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেট ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর