নিজস্ব প্রতিনিধি ঃ ক্লাবের নির্বাচিত প্রেসিডেন্ট রোটারিয়ান আনোয়ারুল কবিরের তত্বাবধানে নিজ বাসভবনে গত ১১ই এপ্রিল বিকেলে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান দেবাশীষ বড়ুয়ার সভাপতিত্বে আনন্দ সহভাগিতায় মনোজ্ঞ সাংস্কৃতিক অবয়বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত।
ক্লাবের অন্যতম নারী নেত্রী রোটারিয়ান বাহারুজ দীপা স্বাগত বক্তব্য রাখেন।ক্লাব সেক্রেটারি রোটারিয়ান কামরুন নাহারের সঞ্চালনায় বক্তব্য রাখেন নির্বাচিত সেক্রেটারি রোটারিয়ান জাকারিয়া সোহেল,সাবেক সভাপতি রোটারিয়ান কামরুল মোর্শেদ তমাল, রোটারিয়ান মোহাম্মদ শাহাজাহান, মোহাম্মদ হোসেন, শরিফুর রহমান, নয়ন শীল,হামিদুল ইসলাম, সাফায়েত হোসেন চৌধুরী এবং নার্গিস আরা বেগম। প্রধান অতিথি বলেন রোটারি ক্লাব অব চিটাগাং সিটির দীর্ঘ এই পনর বছরের অগ্রযাত্রায় অর্জিত সফলতা হলো পারিবারিক বন্ধন।এই বন্ধন অটুট থাকার কারনেই সাফল্যের শীর্ষে আমাদের ক্লাব। নির্বাচিত প্রেসিডেন্ট রোটারিয়ান আনোয়ারুল কবির তার বক্তব্যে ক্লাবের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।