বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

বৈশাখের নতুন গান ‘ঢাক ঢোল বাজে’

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১২:২৬ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক:- পহেলা বৈশাখে দর্শকদের মাতাতে প্রকাশ হয়েছে মিউজিক ভিডিও ঢাক ঢোল বাজে। রোববার (১৩ এপ্রিল) রাতে গানটি প্রকাশ হয়।

কোরাস গানটি করেছেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী শান সায়েক, সাব্বির জামান, তামান্না প্রমি, শীলা দেবি, বনি, নির্ঝর চৌধুরী, স্নিগ্ধা জামান, জুয়েল রানা, শুভ দাস, জোবায়ের শাওন, অন্তর রহমান, কানিজ খন্দকার মিতু, শামামা তাহমিদ, শিমুল কুমার ও বাসুদেব চক্রবর্তী।

এ ছাড়া সুর, সংগীত করেছেন শান শায়েক।

গানের কথা লিখেছেন ওয়ালিদ হাসান আর ভিডিও ডিরেকশান দিয়ছেন শান সায়েক। ড্যান্স কোরিওগ্রাফারের দায়িত্বে ছিলেন ওলি।

মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে সোনারগাঁ জাদুঘরে। মিউজিক ভিডিওটি বৈশাখের দিন Music Alpha এর ব্যানারে প্রকাশ পাবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর