বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন

সেঞ্চুরি করে ‘হেয়ার ড্রায়ার’ উপহার পেলেন ভিন্স

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১২:৫২ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক:- জমকালো আয়োজনে উদ্বোধন হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। তবে পরের দিনই সমালোচনা হচ্ছে আসরটি নিয়ে।

করাচি কিংসের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলে এক অদ্ভুত পুরস্কার পান দলটির ব্যাটার জেমস ভিন্স। এই পুরস্কার নিয়েই হচ্ছে সমালোচনা।

ন্যাশনাল ব্যাংক ক্রিকেট স্টেডিয়ামে গত শনিবার মুলতান সুলতান্স আগে ব্যঅট করতে নেমে ২৩৫ রান সংগ্রহ করে। এই রান তাড়ায় নেমে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ভিন্স।

তার ৪৩ বলের ইনিংসটি সাজানো ছি ল ১৪ চার ৪ ছক্কায়। ম্যাচটিতে ৪ উইকেটের জয় পায় করাচি।

দারুন পারফম্যান্সে ভিন্সকে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়।

আর অতিরিক্ত পুরস্কার হিসেবে ইংলিশ ব্যাটারকে দেওয়া হয় একটি ‘হেয়ার ড্রায়ার’! যদিও দলের কর্তৃপক্ষ জানায়, সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়। তবে বিষয়টি নিয়ে থামছে না সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে হচ্ছে ট্রল ও মিমস!

একজন মজা করে লিখেন, ‘জেমস ভিন্স এখন বলবেন—‘ম্যান অব দ্য ম্যাচ নয়, স্যালোন অব দ্য ম্যাচ! পরেরবার হয়তো শেভিং জেল বা শ্যাম্পু দিবে!’

আরেকজন আইপিএলের সাথে তুলনা করে বলেন, ‘আইপিএলে খেলোয়াড়রা ম্যাচ জিতলে মেডেল বা চেইন পায়, আর পিএসএলে হেয়ার ড্রায়ার! মান নেই, দর্শক নেই, বিশ্বের সবচেয়ে ধনী ও প্রতিযোগিতামূলক লিগের সাথে কোন তুলনাই চলে না। ’

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর