সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি: বর্নাঢ্য র্যালী, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা মেলা সহ নানান আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন।
সোমবার বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে রং বেরংয়ের ব্যানার,ফেস্টুন,প্রতিকৃতি, বাংলার গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন সাজে শিশু কিশোরদের অংশগ্রহণে বর্নাঢ্য আনন্দ র্যালী শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো: জাহিদুল ইসলাম, সেনবাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ বোরহান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মিনারুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ওবায়দুল হক, পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, ভিপি মফিজুল ইসলাম, ফারুক বাবুল সহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সর্বস্তরের লোকজন।
র্যালীতেস সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বর -কণে,জেলে,পালকি সহ নানান সাজে অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে সেনবাগ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠন।
বেলা সাড়ে ১০টায় শহরের দক্ষিন বাজার বিএনপি কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সভা করে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আমিন উল্যাহ বিএসসি, পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, সাবেক সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ, বিএনপি নেতা নুর নবী বাচ্চু,উপজেলা জাসাসের সভাপতি সহিদ উল্যাহ মিন্টু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালাউদ্দীন লিটন, সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল,সাবেক যুগ্ন আহবায়ক নুর নবী রাজু, যুবদল নেতা চান্দন হোসেন রাজু,বিএনপি নেতা আবদুল হক ভূইয়া, জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের কামরুল হাসান তুহিন,ইমরান হোসেন,শ্রমিক দলের হাজী জাফর আহম্মদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সানা উল্যাহ সহ বিএনপি, যুবদল,ছাত্রদল ও অঅঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।