রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

টঙ্গীতে ফ্ল্যাট বাসায় ভাই-বোনকে কুপিয়ে হত্যা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫ বার পঠিত
আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ণ

জাতীয় ডেস্ক:- গাজীপুরের টঙ্গীর আরিচপুর রূপবানেরটেক এলাকায় একটি ফ্ল্যাট থেকে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

নিহতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি এলাকার আব্দুল বাতেন মিয়ার ছেলে আবদুল্লাহ (৪) ও মেয়ে মালিহা আক্তার (৬)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, টঙ্গীর আরিচপুর রূপবানেরটেক এলাকায় বহুতল ভবনের তৃতীয় তালায় একটি ফ্ল্যাট বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন আব্দুল বাতেন মিয়া।

দুপুরে খাবার খেয়ে বাতেন মিয়া বাসা থেকে বের হয়ে যান। তার স্ত্রী সালেহা বেগম ঘুমিয়ে পড়েন।

সন্ধ্যায় ঘুম থেকে উঠে সালেহা বেগম ঘরের ভেতর তার ছেলে আবদুল্লাহ ও মেয়ে মালিহা আক্তারের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ওই দুই শিশুকে কুপিয়ে হত্যা করেছে। তবে কি কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর