সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

কুইজে বিজয়ী ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১০ বার পঠিত
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম: জীবপ্রযুক্তি ও জিন প্রকৌশল নিয়ে অনুষ্ঠিত হয়েছে দেশের সবচেয়ে বড় কুইজ প্রতিযোগিতা। এতে চাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ এবং রানার আপ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ।

তৃতীয় স্থান অধিকার করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগ।

দেশের জীবপ্রযুক্তি শিক্ষার প্রসার ও সচেতনতা সৃষ্টির লক্ষে গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্ট (জিএনওবিবি) এর আয়োজনে দ্বিতীয়বারের মত আয়োজন করা হয় জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতা-২০২৫।

নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্ট বাংলাদেশ (এনওয়াইবিবি) এর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ৪২টি বিশ্ববিদ্যালয়ের ৩২০টি দল অংশ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভগের আনোয়ারুল আজিম চৌধুরী গ্যালারিতে ১৯ এপ্রিল অনুষ্ঠিত সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মামুন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন এরিস্টোফার্মার বায়োটেকনোলজি বিভাগের জেনারেল ম্যানেজার ড. আবদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মানজুরুল করিম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুরুল ইসলাম, আইসিডিডিআরবির বিজ্ঞানী ড. এনায়েত হোসেন| শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজনের সমন্বয়ক এনওয়াইবিবি’র সহ সভাপতি রাগিব মুত্তাকি।

কুইজ মাস্টার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি’র অধ্যাপক ড. আদনান মান্নান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হামিদ হোসেন ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ মফিজুল ইসলাম।

সভাপতিত্ব করেন গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্ট এর সভাপতি ও ইউজিসি অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ। আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল রক্তদান ব্যবস্থাপনা সংক্রান্ত প্রতিষ্ঠান ব্লাডব্রিজ।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর