রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পেট্রোল বোমায় ২ নারী আহতের খবর কুইজে বিজয়ী ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভাত খাওয়ার সময় যুবদলকর্মীকে গুলি করে হত্যা ইঞ্জিন সংকটে খুঁড়িয়ে চলছে রেল, কমেছে সেবার মান মাছ ধরার জাহাজ থেকে পড়ে নাবিক নিখোঁজ প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন প্রাইম এশিয়ার ছাত্র হত্যা : বৈষম্যবিরোধী ও ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ ‘সরকার প্রধান ও দলীয় প্রধান একই ব্যক্তি হবেন না’ সুপারিশে ভিন্নমত বিএনপির ‘স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বিএনপি’ ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩ বার পঠিত
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:-:ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াকে অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

বিষয়টি নিয়ে কিয়েভ এখনও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, এই প্রস্তাব তাদের কাছে গ্রহণযোগ্য হবে না।

২০১৪ সালে দখলের পর থেকে ক্রিমিয়া রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ২০২২ সালের পূর্ণমাত্রিক আগ্রাসনে রাশিয়া আরও চারটি ইউক্রেনীয় অঞ্চল যথাক্রমে: ডনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া আংশিক দখল করে নেয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত মার্চে সাফ জানিয়ে দিয়েছিলেন— দখলকৃত কোনো ভূখণ্ডকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া তাদের জন্য ‘রেড লাইন’। তিনি বলেন, এই অঞ্চলগুলোর স্বীকৃতি শান্তি আলোচনার সবচেয়ে স্পর্শকাতর ও কঠিন বিষয় হবে।

তবে আমরা কখনোই আমাদের ভূখণ্ড রাশিয়ার বলে স্বীকার করবো না।

এই পরিকল্পনার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা সিএনএন জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে যুদ্ধবিরতি নিশ্চিত করতে সংঘাতের ফ্রন্ট লাইনে একটি স্থায়ী সীমারেখা নির্ধারণের পরিকল্পনাও রয়েছে।

এই প্রস্তাব গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্যারিসে ইউরোপীয় ও ইউক্রেনীয় প্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হয়। রাশিয়াকে বিষয়টি জানানো হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ-এর মধ্যে এক ফোনালাপে।

তবে এখনও পুরো পরিকল্পনার কিছু কিছু দিক চূড়ান্ত হয়নি। আগামী সপ্তাহে লন্ডনে ইউরোপীয় ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে আরও আলোচনা হবে।

বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসন একইসঙ্গে রাশিয়ার সঙ্গে আরও একটি উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করছে। সেখানে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ মস্কোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর