রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
‘সরকার প্রধান ও দলীয় প্রধান একই ব্যক্তি হবেন না’ সুপারিশে ভিন্নমত বিএনপির ‘স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বিএনপি’ ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে হাজারো জনতার বিক্ষোভ স্থায়ী যুদ্ধবিরতির শর্তে সব জিম্মি মুক্তির প্রস্তাব দিল হামাস টেক্সাস থেকে ভেনিজুয়েলানদের বহিষ্কার স্থগিত করল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সৌদি সফরে যাচ্ছেন মোদী আগামী সপ্তাহে নাইজেরিয়ায় সন্দেহভাজন পশুপালকদের হামলায় নিহত ১৭ ইতালিতে দ্বিতীয় দফা আলোচনায় বসেছে ইরান-যুক্তরাষ্ট্র মরিশাসে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন

সৌদি সফরে যাচ্ছেন মোদী আগামী সপ্তাহে

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫ বার পঠিত
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:- সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে আগামী সপ্তাহে সৌদি আরব সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২২ থেকে ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য এই সফর হবে প্রধানমন্ত্রীর তৃতীয় মেয়াদে তার প্রথম সৌদি সফর।

এর আগে তিনি ২০১৬ এবং ২০১৯ সালে দুইবার সৌদি আরব সফর করেছেন।

সৌদি আরব ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ভারত সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

২০২৩-২৪ অর্থবছরে সৌদি আরব থেকে ভারতের আমদানির পরিমাণ ছিল ৩১.৪২ বিলিয়ন মার্কিন ডলার এবং সৌদি আরবে ভারতের রপ্তানি ছিল ১১.৫৬ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৩-২৪ সালে দুই দেশের মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৪২.৯৮ বিলিয়ন ডলার।

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবে ভারতের বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, ২০২৩ সালের আগস্ট পর্যন্ত এই বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, সৌদি আরব থেকে ভারতে মোট বিনিয়োগ প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার।

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবে ভারতের বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, ২০২৩ সালের আগস্ট পর্যন্ত এই বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, সৌদি আরব থেকে ভারতে মোট বিনিয়োগ প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার।

এই বিনিয়োগ বিভিন্ন খাতে বিস্তৃত, যেমন ব্যবস্থাপনা ও পরামর্শ সেবা, নির্মাণ প্রকল্প, টেলিকম, তথ্যপ্রযুক্তি, আর্থিক পরিষেবা ও সফটওয়্যার উন্নয়ন, ওষুধ শিল্প ইত্যাদি।

২০২৩-২৪ অর্থবছরে সৌদি আরব ভারতের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সরবরাহকারী দেশ ছিল।

ভারত ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সম্পর্কও সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে। ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট গত বছরের ফেব্রুয়ারিতে নুষ্ঠিত ওয়ার্ল্ড ডিফেন্স শোতে অংশগ্রহণের মাধ্যমে প্রায় ১২ বছর পর প্রথমবারের মতো কোনো ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর সৌদি আরব সফর করেন।

দুই দেশের মধ্যে নৌবাহিনীর ঘনিষ্ঠ সহযোগিতাও রয়েছে এবং এখন পর্যন্ত ‘আল মোহেদ আল হিন্দি’ নামের দ্বিপক্ষীয় নৌ মহড়ার দুটি আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা শিল্প এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও উভয় দেশের মধ্যে নিবিড় সহযোগিতা চলছে।

বর্তমানে সৌদি আরবে ২.৭ মিলিয়ন ভারতীয়ের বিশাল সম্প্রদায় রয়েছে, যারা দুই দেশের মধ্যে এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর