সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

পাহাড় কেটে নির্মাণাধীন বহুতল ভবন ভাঙছে সিডিএ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪ বার পঠিত
আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : পাহাড় কেটে নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরের এস এস খালেদ রোডে সিডিএ চেয়ারম্যানের উপস্থিতিতে নির্মাণাধীন বহুতল ভবনটি ভাঙার কাজ শুরু হয়।

অভিযোগ রয়েছে, ৩০ কাঠার জমিতে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে ৬০ শতাংশ জায়গা খালি রেখে ভবন নির্মাণের শর্তে সিডিএ অনুমোদন দেয়। পাশাপাশি পাহাড়ের কোনও ক্ষতি না করে স্থাপনা নির্মাণের শর্ত ছিল অনুমোদনে।

কিন্তু সিডিএ’র এসব শর্ত না মেনে টিনের বেস্টনি দিয়ে লোকচক্ষুর আড়ালে পাহাড় কাটে ভবন মালিক। পাশাপাশি শর্ত না মেনে পুরো জায়গাজুড়ে ভবন নির্মাণকাজ শুরু হয়।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, স্বপ্নের ফ্যামিলি ওনার্স অ্যাসোসিয়েশন নামের একটি সমিতি এ ভবনটি নির্মাণ করছে। পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করায় সিডিএ কাজ বন্ধ রাখার নির্দেশনা দেয়।

কিন্তু তারা এ নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করে স্থগিতাদেশ নিয়ে আসে। ২০ এপ্রিল তাদের আবেদন খারিজ করে দিলে আজ (২১ এপ্রিল) অভিযানে এসেছি। ভবন ভাঙার কাজ চলছে।

২০২৩ সালের ১৩ এপ্রিল ইমারত নির্মাণ কমিটির কাছ থেকে তিনটি বেজমেন্ট ও ১৪ তলা ভবনের অনুমোদন নেয় ভবন মালিকরা। নগরীর আসকার দীঘির পাড়ের ওই পাহাড়ের ঢালের সর্বোচ্চ চূড়া ১২৭ ফুট উঁচু। বাস্তবে পাহাড় হলেও সরকারের রেকর্ডে বাড়ি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। জামালখানের এস এস খালেদ রোডে এ পাহাড়টি গ্রিন্ডলেজ ব্যাংকের পাহাড় বলে পরিচিত।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর