স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে নেই তরুণ ব্যাটার আফিফ হোসেন।
সোমবার দ্বিতীয় ওয়ানডে বৃষ্টির কারণে হয়ে পরিত্যক্ত হয়। মঙ্গলবার বাংলাদেশ দল ছিল বিশ্রামে।
তবে সিরিজের মাঝপথে ব্যাটার আফিফ হোসেনকে সিলেট থেকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে জানিয়েছেন, দলে ব্যাকআপ খেলোয়াড় থাকায় ঢাকায় ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ) খেলতে আফিফকে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তবে শোনা যাচ্ছে অন্য আফিফকে ঢাকায় পাঠানোর আছে অন্য কারণ। তিনি নাকি নিজের ব্যাটিং পজিশন নিয়ে সন্তুষ্ট নন।
এ নিয়ে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তার বিবাদ চলছে। মূলত এ কারণে আফিফকে ঢাকায় পাঠানো হচ্ছে!