শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

লংগদুতে আওয়ামীলীগ’র ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৪০ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ১১:০৭ অপরাহ্ণ

লংগদু প্রতিনিধিঃএশিয়ার বৃহত্তর ও প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ’র ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বার্ণাঢ্য র‍্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জুন), সকালে লংগদু উপজেলার সদরে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সানে থেকে বর্ণাঢ্য র‍্যালী করে পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এর পূর্বে বঙ্গবন্ধুর ম্যূরালে পূষ্প মাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি আব্দুল আলী, যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন শিপু,গুলশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল পাশা, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আল মাহমুদ প্রমুখ।

এসময় রাঙামাটি জেলা পরিষদের সদস্য আছমা বেগম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামিলীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাস, সহ সভাপতি হোসেন আলী মেম্বার সহ উপজেলা আওয়ামিলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগন এসময় উপস্থিত ছিলেন।
শেষে বাংলাদেশ আওয়ামী লীগ’র ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর