সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি:তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতারা।
শুক্রবার সন্ধ্যার পর জেলা পরিষদ মার্কেটের সামনে তৃণমূল নেতাকর্মীদের ব্যানারে পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল আজিম মানিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ পৌরসভার সাবেক মেয়র আবু জাফর টিপু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন ভূঁইয়া লিটন, মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হক,মুক্তিযোদ্ধা সোলেমান বাহার, শ্রমিকলীগ নেতা নুর নবী চিশতী, মঞ্জুর মোরশেদ আলম, বেলাল ভূঁইয়া,পৌর যুবলীগের আহবায়ক দিদারুল আলম, যুবলীগ নেতা আবু বকর ছিদ্দিক মিঠু।
এ সময় বিভিন্ন ইউনিয়নের বর্তমান, পদবঞ্চিত ও সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।আলোচনা শেষে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এন এইচ সুমন
সেনবাগ প্রতিনিধি