মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য হলেন সিলেটের নাজমুল হোসাইন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১০৯৭ বার পঠিত
আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ১০:২৪ অপরাহ্ণ

সিলেট ব্যুরো প্রধান,লিপটনঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে স্থান করে নিয়েছেন সিলেটের কৃতি সন্তান নাজমুল হোসাইন ।

গত ১৩ জুলাই তারিখ বর্ধিত কমিটিতে স্থান পেয়েছেন।স্থান পাওয়া ওই নেতার পদবি হচ্ছে সদস্য । স্থানপ্রাপ্ত নেতা হলেন- নাজমুল হোসাইন ,

নাজমুল হোসাইন ছিলেন- সিলেট মহানগর ছাত্রলীগের নিবেদিত প্রাণ এবং সিলেট মহানগর ছাত্রলীগের সক্রিয় কর্মী। সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বিধান কুমার সাহার অনুসারী।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ নাজমুলকে অভিনন্দন জানিয়ে বলেন, অবশেষে রাজপথের এই সৈনিককে মূল্যায়ন করা হয়েছে।

এজন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি: সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক, ইনান কে ধন্যবাদ জানান।কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নাজমুল হোসাইন এর গ্রামের বাড়ি-বুড়মপুর,ইউনিয়ন দরগা পাশা উপজেলা,শান্তিগঞ্জ ও জেলা সুনামগঞ্জ।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর