তুফান চাকমা, নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধিঃরাঙামাটির নানিয়ারচরে ৩নং বুড়িঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সুমেন দে ও সদস্য সচিব মোঃ নবী হোসেন এর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে ৫১ জন সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন।
কমিটির বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সুমেন দে বলেন, আমরা গত ২৭.০৬.২৩ তারিখে সম্মেলনের মাধ্যমে আংশিক কমিটি গঠন করেছি৷ আজকে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছি। সামনে জাতীয় সংসদ নির্বাচন আসছে। আমাদের রাঙামাটির অভিভাবক দীপংকর তালুকদার এমপি’কে পুনরায় বিজয়ী করতে আমরা মাঠ পর্যায়ে থেকে কাজ করতে প্রস্তুত।