বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

খাগড়াছড়ির পানছড়িতে ভারতীয় কসমেটিকসহ এক চোরাকারবারি আটক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৩৭ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১:৪৫ পূর্বাহ্ণ

মো. শাহজাহান: খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় সাবান ,কসমেটিক এবং অন্যান্য পণ্য সহ জুয়েল হোসেন(২৮) নামে এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার দমদম এলাকায় পুলিশের বিশেষ অভিযানে এসব পণ্য আটক করা হয়।

আটক জুয়েল হোসেন দমদম এলাকার মৃত আব্দুল ছোবহানের ছেলে।

পানছড়ি থানার এসআই সৈয়দ ছানাউল্লাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
এসআই সৈয়দ সানাউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর