কামরুল হাসান :চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন এবং সনাতন ধর্মালম্বী লোকদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল। রবিবার (২২ অক্টোবর) ১নং করেরহাট ইউনিয়ন থেকে ৮ নং দুর্গাপুর ইউনিয়নে বিভিন্ন পূর্জা মন্ডপ গুলো পরিদর্শন করেন।
ওইদিন মাহবুব রহমান রুহেলর সাথে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য প্রদিপ রঞ্জন চক্রবর্তী, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল হোসনে, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামরুল হোসেন, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহম্মদ আরজু, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, মিরসরাই উপজেলা উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান, মিথুন শর্মাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে রুহেল বলেন, দীর্ঘ ৫২ বছর ধরে আমার বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আপনাদের পাশে ছিলেন, আমিও বিগত কয়েক বছর ধরে আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আবহমান কাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি। সকলে মিলে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছি। এই দেশ আমাদের সকলের।