রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় বাস-জীপ সংঘর্ষ নিহত ১

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩০৯ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ১১:২৬ অপরাহ্ণ

ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধি : মাটিরাঙ্গায় যাত্রীবাহী বাস ও কলা বোঝাই জীপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল জীপ চালকের। এ ঘটনায় চান্দের গাড়িতে থাকা কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালের দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইব্রাহিম (৪০) খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পুর্ব মুসলিমপাড়ার বাসিন্দা মৃত আমির হামজার ছেলে, তিনি চান্দের গাড়ির (জীপ) চালক।

পুলিশ ও আহত যাত্রীদের কাছ থেকে জানা যায়, সকালের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মাইনীগামী শান্তি পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কলা বোঝাই জীপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় চান্দের গাড়িটি (জীপ) ধুমড়ে-মুচড়ে যায়। এ সময় জীপ চালক মো. ইব্রাহিমসহ কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। বাসে থাকা যাত্রীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম মারা যায়।
মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মাইনীগামী শান্তি পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা কলা বোঝাই জীপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় চান্দের গাড়ির (জীপ) চালককে হাসপাতালে নেয়ার পর মারা যায়। দুর্ঘটনা কবলিত বাস ও জীপ গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় এখন অব্দি থানায় কোন মামলা দায়ের করা হয় নি বলে তিনি জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর