মো. শাহজাহানঃখাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার ভোরে জেলা শহরের মাইনিভেলি এলাকায় স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর সেনানী দের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
দিবসটির প্রথম প্রহরে জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের ভারপ্রাপ্ত কমাণ্ডার খাগড়াছড়ি জেলা প্রশাসক সহিদুজ্জামান মুক্তিযুদ্ধাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপরই শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিওন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, পুলিশ সুপার মো. নাইমুল হক,
জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করেন।