রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন

বদলে যাচ্ছে নিউজিল্যান্ড সড়ক ; নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪৮৮ বার পঠিত
আপডেট : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ২:৪৫ অপরাহ্ণ

মো. শাহজাহান : খাগড়াছড়ি পৌর এলাকার অন্যতম প্রসিদ্ধ পর্যটনস্পট ‘নিউজিল্যান্ড সড়ক’ বদলে যাচ্ছে। দীর্ঘ বছর পর নতুন রুপে সড়কটি তৈরির উদ্যোগ গ্রহণ করেছে খাগড়াছড়ি পৌরসভা।

প্রায় ৫কোটি টাকা ব্যায়ে ১.৬৬০ কিলোমিটার দৈর্ঘের সড়ক নির্মাণ করা হবে। ইতিমধ্যে সড়কটি পুননির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে পৌরসভা। পর্যটনস্পট হওয়ায় সড়কের দুই পাশে আধুনিক দৃষ্টিনন্দন বিভিন্ন অবকাঠামো তৈরি করা হবে।

সোমবার বেলা ১১ টার দিকে নিউজিল্যান্ড সড়কের এপিবিএন স্লুইসগেট অংশে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপজাতীয় টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ পৌরসভার উর্ধতন কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, সড়কটি নির্মাণে প্রাথমিক ভাবে প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দৃষ্টিনন্দন করতে প্রয়োজনে পরবর্তীতে আরো অর্থ বরাদ্দ দেওয়া হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর