রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে গলাকাটা টমটম চালকের মরদেহ উদ্ধার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৭৯৮ বার পঠিত
আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ১:৪৬ পূর্বাহ্ণ

মো. শাহজাহান: খাগড়াছড়ি সদরের বটতলী এলাকা থেকে সুজন্ত ত্রিপুরা (২৭) নামে ব্যাটারি চালিত টমটম চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে মরদেহটি খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসে পুলিশ।

নিহত সুজন্ত ত্রিপুরা জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের ধনমিয়া সর্দার পাড়া এলাকার দেওয়ান ত্রিপুরার ছেলে।

নিহতের মা গরিকা ত্রিপুরা জানান, সুজন্ত ত্রিপুরা টমটম চালক। সে জাদুরাম পাড়া শ্বশুর বাড়িতে থাকতো। আজ দুপুরের দিকে অজ্ঞাত ব্যাক্তিরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে।পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর