শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

হাতিয়ায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে কম্বল বিতরণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৪১ বার পঠিত
আপডেট : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ৯:২১ অপরাহ্ণ

ছায়েদ আহমেদ, হাতিয়া (নোয়াখালী): নোয়াখালীর হাতিয়া উপজেলায় ‘সচেতন নাগরিক সমাজ ‘এর উদ্যোগে স্থানীয় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শনিবার (২০ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টায় হাতিয়া পৌরসভা মোসলেহ উদ্দিন রোডস্থ আর্শাদ আলী মিয়াজী জামে মসজিদ প্রাঙ্গনে স্থানীয় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মহিব্বুল মাওলা, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার নিয়াজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছায়েদ আহমেদ এবং সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “সচেতন নাগরিক সমাজ-হাতিয়া” র যাত্রা শুরু হয় ২০১৪ সালে স্থানীয় কিছু সমমনা ব্যক্তিদের উদ্যোগে। সংগঠনটি শুরু থেকে শিক্ষার্থীদেরকে উত্ত্যক্তকারীদের ব্যাপারে সতর্ক থাকা, বাল্যবিবাহের ব্যাপারে নিরুৎসাহিতকরন, স্থানীয় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে প্রতিবছর শিক্ষা উপকরণ বিতরণ এবং বৃক্ষরোপন সহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম করে আসছে। এসব কর্মকান্ডে প্রয়োজন অনুসারে হাতিয়া উপজেলা প্রাশাসনের সহযোগিতাও নেওয়া হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর