শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন

তুচ্ছ বিষয়ে বাকবিতন্ডার জেরে বন্ধুকে হত্যা ; ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২১০ বার পঠিত
আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ২:০৭ অপরাহ্ণ

মো. শাহজাহান: দুই জনের মধ্যে গভীর বন্ধুত্ব সম্পর্ক থাকার পরও তুচ্ছ বিষয় কেন্দ্র করে বাকবিতন্ডা এবং মারামারি ঘটনা ঘটে। এর কিছুদিন পর সুযোগ বুঝে আক্রমণ করে বন্ধুকে মেরে ফেলে অপর বন্ধু।

খাগড়াছড়িতে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করে আসামি আটকের পর রবিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মুক্তা ধর। গত বছরের ১১ নভেম্বর খাগড়াছড়ি পৌরসভার স্বপ্ন মোহন কার্বারি পাড়া এলাকায় তিন রাস্তার মোড়ে ভিকটিম সুজন্ত ত্রিপুরাকে অজ্ঞাতনামা আসামীরা হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার দুই মাস পরে জড়িত থাকার অভিযোগে প্রযুক্তির সহায়তায় ঘাতক আসামী রাপ্রু মারমাকে আজ (৪ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রাপ্রু মারমা ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে স্বীকার করেছে।

পুলিশ সুপার মুক্তা ধর জানান, ভিকটিম সুজন্ত ত্রিপুরা ও রাপ্রু মারমা দুজনই মাদকসেবী এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। হত্যাকান্ডের বেশ কিছুদিন পূর্বে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডা ও মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরেই রাপ্রু মারমা সুজন্ত ত্রিপুরা কে হত্যা করেছিল।

গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেলা পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর