শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

মিরসরাইয়ের ঝরনা থেকে পড়ে মেডিকেল শিক্ষার্থী নিহত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৯০ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ২:১৫ পূর্বাহ্ণ

কামরুল হাসান: চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা থেকে নিচে পড়ে এক মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম আল শাহরিয়ার আনাস (২২)। তিনি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী। মিরসরাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ মিরসরাই থানায় নিয়ে আসে পুলিশ।

আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।নিহত আনাসের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, ২০০ ফুট ওপরে বিপজ্জনক চূড়ার সাত স্তরের ঝরনায় ওঠেন আনাস। সকালে তাঁরা সাত বন্ধু বেড়াতে আসেন। আনাস সাঁতার জানতেন না। সেখান থেকে নিচে গভীর কূপের পানিতে পড়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা চুয়াডাঙ্গা থেকে রওনা হয়েছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে থানায় রাখা হয়েছে।’

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইমাম হোসেন বলেন, ‘আমরা দুপুর ২টায় নিহত আনাসকে উদ্ধার করে মস্তান নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর