শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

বিডি ৫১১ এর উদ্যোগে কৃষকদের মাঝে সার ও কীটনাশক বিতরণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৪৬ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৫৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি ঃ মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাণীগ্রাম, বিডি-৫১১ এর আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় প্রকল্প অংশগ্রহণকারীর অভিভাবকদের মাঝে সার ও কীটনাশক বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়

বৃহস্পতিবার সকাল ১১ টায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের মাঠ প্রাঙ্গনে ৩৪ জন কৃষক পরিবারের মাঝে সার ও কীটনাশক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক ছোটন দে, এল এল সি চেয়ারম্যান কাজল সিকদার, মুক্তা বাড়ৈ,সরোজ দে প্রমুখ।

প্রকল্প ব্যবস্থাপক ছোটন দে কৃষক অভিভাবকদের বলেন,কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ অসহায় হতদরিদ্র শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আপনাদের উন্নয়নের লক্ষ্যে ,সার ও কীটনাশক বিতরণ করা হলো আমরা চাই আপনারা এগুলোর সঠিক ব্যবহার করবেন। আপনাদের ফসলের ফলন উত্তম হোক যাতে করে আপনারা লাভবান হোন।

পরবর্তীতে কৃষকদের সার ও কীটনাশক তুলে দেবার মাধ্যমে বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য, গত ২o ফেব্রুয়ারি উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে কৃষকদের বোরো চাষ সংক্রান্ত
সেমিনারের আয়োজন করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর