কামরুল হাসান: পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মহানগর গোধুলি নামের একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে থেমে গেছে। রোববার (৩০ জুন) দুপুর ১টায় উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। তবে এতে কোন ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। কর্মকর্তাদের আধা ঘন্টা চেষ্টায় তা সচল হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী নুরুচ্ছাপা নিলয় জানান, সাধারণত এখানে ট্রেন থামে না। দুপুর ১টার সময় হঠাৎ একটি ট্রেন থেমে পড়ায় কৌতুহলবসত দেখতে যায়৷ মূহুর্তে ট্রেন থেকে যাত্রীরা সবাই নেমে পড়ে। সম্ভবত যান্ত্রিক ক্রুটির কারণে থেমে যায়। পরে তারা সেটি ঠিক করে পুণরায় ছেড়ে যায়।
পূর্বাঞ্চল রেলওয়ের সীতাকুণ্ডের সহকারী স্টেশন মাস্টার রাকিব উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর গোধুলি (৭০৪) ট্রেনের ইঞ্জিনের যান্ত্রিক ক্রুটির কারনে মিরসরাইয়ের নিজামপুর স্টেশন এলাকায় থেমে যায়। ট্রেনে থাকা কর্মকর্তাদের আধা ঘন্টা চেষ্টায় সচল করতে সক্ষম হয়। পরে বেলা দেড়টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেনটি আবারও রওনা হয়।