বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

হাতিয়ায় অধ্যক্ষের দুর্নীতির ও স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে শিক্ষকদের সংবাদ সম্মেলন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪৯ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :অধ্যক্ষ এ এইচ  এম জিয়াউল ইসলামের নানান রকমের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা বাহ উদ্দিন, মাওলানা আব্দুর রহিম, আরবি প্রভাষক এ এইচ এম মাকছুদুর রহমান, প্রভাষক মাহমুদুল হাসান, সহ শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীসহ আলিম ও ফাজিল ক্লাশের সিনিয়র ছাত্ররা উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে শিক্ষকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রহিম। তিনি জানান মাদ্রাসায় নিয়োগ পাওয়ার পর থেকে অধ্যক্ষ এ এইচ  এম জিয়াউল ইসলাম বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ে। তিনি মাদ্রাসায় লাইব্রেরিয়ান পদে একজন থাকা সত্তেও এই পদ শুন্য দেখিয়ে অন্য একজনকে এই পদে নিয়োগ দিয়ে দেন। যা পরে শিক্ষা অধিদপ্তরে জানোনের পর তাকে শোকজ করা হয়। এছাড়া তিনি মাদ্রাসায় আয় ব্যয়ের কোন হিসাব শিক্ষকদের কখনো দেন নি। তার বিরুদ্ধে মাদ্রাসার ছাত্রীদের সাথে অশোভন আচারণের অভিযোগ রয়েছে। তার নিয়োগ প্রক্রিয়াটিও যথার্থ ছিলনা সব শিক্ষক প্রশ্লোত্তরে অভিযোগ করে।

এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। গত এক সপ্তাহ আগে মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা মিছিল করে একটি লিখিত অভিযোগ নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দিয়ে এসেছে। এখনো প্রশাসনিক কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে শিক্ষকের বলেন, সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগের ১২টি কারণ উল্লেখ করা বিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর