উত্তরা প্রতিনিধিঃ দেশের বহুল পরিচিত দি ক্রাইম নামক পত্রিকার (মাস মিডিযা)রাজধানীর উত্তরা প্রতিনিধি ইজাজুল কে প্রাণনাষের হুমকি দিয়েছে যুবদলের এক নেতা সবুজ। গত ২০ ই সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক প্রথম প্রহরের ১২ নাগাত ঐ সাংবাদিক কে তার ব্যাক্তিগত ফেইসবুক ফেরীফাই আইডিতে ম্যাসেজ করে অকথ্য ভাষায় হালাগালি করে ও প্রাণনাষের হুমকি দেয়।
এবিষয়ে উত্তরার গণমাধ্যম কর্মীরা একত্রিত হয়ে দক্ষিন খান থানায় ঐ সাংবাদিকের প্রান ঝুকিসংক্রান্ত নিরাপত্তার জন্য সাধারণ ডাইরী করেন।
যাহার জিডি ট্র্যাকিং নম্বর ১০৭৬। ইতিপর্বে দি ক্রাইম পত্রিকায়, সিংড়া বিএনপির বলিষ্ট ও সুবিধাবাদী নেতা আইনজীবী ইউসুবের বিরুদ্ধে শ্রম- আদালতে শ্রমিক দের নিয়ে ডক্টর ইউনুসের ( বতর্মনা সরকার প্রাধান) সাজানো মিথ্যা মামলার ১২ কোটি টাকার ফি বানিজ্য এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাহেবের সাথে তার ঘনিষ্ঠ যোগসাজশের বিষয়টি উন্মোচন হলে ঐ আইনজীবীর কর্মীরা সাংবাদিক ইজাজুল এর উপর ক্ষিপ্ত হতে শুরু করে।
তারই জের ধরে নাটোর সিংড়া ৩ আসনে বিএনপি মনোনয়ন থেকে ছিটকে পড়া প্রার্থী ইউসুফ এর কাছের কর্মী সবুজ আলী সাংবাদিক কে প্রাণনাষের হুমকিটি দেয়।
এবিষয়ে মেট্রোপলিটন প্রেশ ক্লাবের সভাপতি ও বিশিষ্ট চলচিত্রকার এই আর হাবিব বলেন,
যুবদলের নেতা পরিচয়র একজন গণমাধ্যম কর্মীকে হুমকি দেওয়া জনগণের জন্য কাম্য না।
অভিযোগটি আমলে নেবার দ্বাবি জানিয়ে সাবেক ক্যাব নেতা ও দৈনিক জনতা পত্রিকার চিপফ রিপোর্টা হাবিব বলেন,জিডি পরবর্তী দ্রুত প্রসিউকিশনের জন্য আমরা উচ্চ মহলে কাজ করবো। বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে আপনি কলম চালাবেন।
আমরা জিডি কপি ও হুমকির ডকুমেন্ট নিলাম থানা ও আদালত পর্যন্ত আপনার পাশে থাকবো। ম্যাজে হুমকি প্রদান কালে ইউনিয়ন যুবদল নেতা সবুজ বলেন,
” জনাব ব্যারিস্টার ইউসুফ আলী সাথে যে এবং পলকের যোগ সুযোগ আছে এটা কি তোমাদের কাছে সঠিক তথ্য প্রমান আছে প্রমাণ না থাকলে তোমার পাছার মধ্যে বাঁশ ঢুকবে”
পরে আরও ঐ রিপোর্টারকে বুকে পিঠে গুলিকরে সাংবাদিকতা শেখানোর মত উগ্রো আচারণ করে।