নিজস্ব প্রতিনিধি : ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় পক্ষ থেকে সকলকে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন ১০ নং ওয়া’ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে জাতীয় স্হায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, লায়ন আসলাম চৌধুরী,মন্জুর আলম মন্জু শুভেচ্ছা বিনিময় করেন অঙ্গসংগঠন।
পূজা মণ্ডপের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনে এর সময় উপস্থিত ছিলেন আকবর শাহ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিম চৌধুরী মাঈনু ভাই , উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক ফরিদুল আলম,শামসুল আলম সেক্রেটারি, আব্বাস রশিদ,শফিকুল ইসলাম শফি,ও জাহেদ আলী মোঃ রাসেদ,যুবদল ইমতিয়াজ, সায়েম,
এছাড়া ও আরো উপস্থিত ছিলেন জাসাস নেতা আলী আজম যুবদল নেতা ফেরদৌসি আলম,শহীদ উদ্দিন সমু,হারুনুর রশিদ, শহীদ,আনছারুল ইসলাম তৌহিদ, আকতার হোসেন, রাফি উদ্দিন চৌধুরী,সোহেল ,রাশেদ,ইলিয়াছ বাপ্পি,আবু মুছা অপু,আনোয়ার, শুভ,মুনতাসিম,আসিফ,শ্রমিক দল,জহুরুল।
ছাএদল নেতা মোঃ আববাস,ফাহিম,সামির,বাবর, রিফাত,সাজ্জাদ নাইমুল,মুতাসিম,মাহি, তানসিব।
সেচ্ছাসেবক দল নেতা তৌসিফ,আরজু আশরাফ আলী, হানিফ,রুবেল,টিপু
শ্রমিক দল নেতা শাহ আলম, আবদুর রশিদ, জহির উদ্দিন রানা,আকরাম,সোহেল, বাবলা,সুমন দাশ,এস এম রিফাত এছাড়াও
ছাএদল নেতা ওয়ার্ড বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।