বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৮৮ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৯:০৯ অপরাহ্ণ

মো. শাহজাহান ;খাগড়াছড়ির দীঘিনালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত ) এর সদস্য ত্রিদিব চাকমা শিমুল(৪২) প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছে।

মঙ্গলবার বিকেল আড়াইটার দিকে উপজেলার কার্বারি টিলা এলাকায় পাহাড়ের দুই সশস্ত্র সংগঠনের গুলাগুলিতে নিহতের ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ত্রিদিব চাকমা শিমুল নিহত হয়েছে নিশ্চিত করে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা।

নিহত ইউপিডিএফ সদস্য ত্রিদিব চাকমার বাড়ি দীঘিনালার কবাখালি ইউনিয়নের কৃপাপুর গ্রামে এবং তার পিতার নাম দেবেন্দ্র চাকমা ।

ঘটনার জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক)কে দায়ী করেছে ইউপিডিএফ (প্রসীত) জেলা সংগঠক অংগ্য মারমা ।

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিবৃতিতে তিনি জানান , ৭ জনের একটি দল দীঘিনালা সদর থেকে মোটর সাইকেল ও সিএনজি যোগে কার্বারী টিলায় এসে ত্রিদিব চাকমাকে (৪২) গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক অমর চাকমা। নিজেদের অভ্যন্তরিন কোন্দলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান ,‘ আমরা এখনো ঘটনাস্থলে পৌছাতে পারিনি। ’

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর