রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

হাতিয়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৃথক দুই গ্রুপের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩২ বার পঠিত
আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৩:২৭ পূর্বাহ্ণ

হাতিয়া, নোয়াখালী: হাতিয়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনটির উপজেলা ও পৌরসভা শাখার পৃথক দুই গ্রুপের আয়োজনে দিন ব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টায় সাবেক সাংসদ মোহাম্মদ ফজলুল আজিমের বাসভবনে আয়োজিত  মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম।

এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবাল উদ্দিন রাশেদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মাওলানা আব্দুর রহিম, পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন এবং হাতিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট নূর হোসেন সুমন উপ¯ি’ত থেকে বক্তব্য দেন।

এছাড়া পৌর যুবদলের আহবায়ক নিজাম উদ্দিন, যুগ্নাহবায়ক আজমীর হোসেন, মমিন উল্ল্যাহ রাসেল, যুবদলের সাবেক সদস্য সচিব সানা উল্ল্যাহ শাহীন, ছাত্রদল আহ্বায়ক মিজানুর রহমান মিজান, যুবনেতা আমির“ল ইসলাম আমির, মোহাম্মদ শাহীন উদ্দিন ও মোহাম্মদ নজর“ল ইসলাম প্রমুখ উপ¯ি’ত ছিলেন।

এদিকে, যুবদলের অপর আরেকটি গ্রুপ অনুর“প কর্মসূচি পালন করেন উপজেলা শহর মেঘনা ডায়াগনষ্টিক সেন্টার প্রাঙ্গনে। ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজিত এ অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন পৌরসভা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক মোকাররম বিল্লা শাহাদাত, উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক উপজেলা ছাত্রদলের আহবায়ক  আবুল বাসার হাওলাদার এবং যুবদল নেতা মোজাম্মেল হোসেন আজাদ প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর