বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে হাতিয়ায় ইসলামী আন্দোলনের সমাবেশ  হাতিয়ায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান হাতিয়ায় রাতের অন্ধকারে প্রবাসীর বাড়ীতে হামলা ভাংচুর হাতিয়ায় মাসিক ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত উত্তর কাট্টলি ওয়ার্ড যুবদলের উদ্যোগে প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উত্তরায় মেট্রোপলিটন প্রেসক্লাব নার্সারির শেড উদ্বোধন  হাতিয়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৃথক দুই গ্রুপের ফ্রি মেডিক্যাল ক্যাম্প মো: লিয়াকত আলী চৌধুরী মাযুস ও মাসস এর প্রধান উপদেষ্টা নির্বাচিত সোনাকানিয়ার সাবেক যুবলীগ নেতার উপর দুর্বৃত্তের হামলা উত্তরায় মেট্রোপলিটন প্রেস- ক্লাবের মানব বন্ধন 

পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে হাতিয়ায় ইসলামী আন্দোলনের সমাবেশ 

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৪ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ণ

ছায়েদ আহমেদ, হাতিয়া(নোয়াখালী) : পূর্বেকার গতানুগতিক কোন নির্বাচন নয়, পি আর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন, ছাত্র জনতার গণঅভ্যুথানে সংগঠিত গন হত্যার বিচার ও বিগত সরকারের দুর্ণীতিবাজদের অর্থ বাজেয়াপ্ত করার দাবিতে গণ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশে।

নোয়াখালী হাতিয়ার নিঝুমদ্বীপে বুধবার রাতে এই গণ সমাবেশের আয়োজন করে সংগঠনটির নিঝুমদ্বীপ সাংগঠনিক শাখা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নিঝুমদ্বীপ সাংগঠনিক শাখার সভাপতি মুফতি মো: ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা দক্ষিন শাখার সহ সভাপতি মাওলানা ফিরোজ আলম। বক্তব্য রাখেন মাওলানা শহীদুল ইসলাম, ইকবাল হোসাইন, সামছুল হক সৌরভ, মাওলানা নুরুল ইসলাম শরীফ মাওলানা ইব্রাহীম প্রমুখ।

সমাবেশকে কেন্দ্র করে বিকালের পর থেকে ইসলামী আন্দোলনের সমর্থকরা বিভিন্ন অঞ্চল থেকে ছোট ছোট মিছিল নিয়ে সভাস্থলে এসে উপস্থিত হয়। সন্ধ্যার পর নিঝুমদ্বীপ পরিষদ মাঠ অনেকটা লোকে লোকারন্য হয়ে যায়।

সমাবেশে বক্তারা বলেন, গতানুগতিক নির্বাচন ব্যবস্থা বাতিল। সংখ্যানুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ৫ আগষ্ট আন্দোলনে সকল গনহত্যার বিচার করতে হবে। এছাড়া আওয়ামীলীগ সরকারের দূর্ণীতি বাজদের বিচারের আওতায় এরে তাদের সম্পদ বায়েজাপ্ত করতে হবে। তারা আরো বলেন কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারা দেশে ইসলামী আন্দোলন বিভিন্ন উপজেলায় এ ধরনের গন সমাবেশের আয়োজন করছে। সন্ধ্যার পর শুরু হয়ে এই সমাবশ কার্যক্রম চলে রাত পর্যন্ত।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর