সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

সেনবাগে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৮৪ বার পঠিত
আপডেট : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ২:০২ পূর্বাহ্ণ

সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ পৌর শাখা।

শনিবার বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে পৌর জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজির সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি আলা উদ্দিনের সঞ্চালনায়  উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিম, সেনবাগ উপজেলা জামায়াতের নায়েবে আমির, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা জামায়াতের আমির ,মো: হানিফ মোল্লা  কাদরা ইউনিয়ন জামায়াতের আমির গোলাম হোসেন শাহিন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী উত্তর সভাপতি দাউদ ইসলাম, ইসলামি ছাত্র শিবিরের সেনবাগ উপজেলা সভাপতি আবু বকর ছিদ্দিক সুজন,সাবেক কাউন্সিলর ফজলুল হক,  জামায়াত নেতা হাজী বেলাল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাজী নজির আহম্মদ,সেক্রেটারি নুরুল হুদা মিলন,জামায়াত নেতা আলা উদ্দিন আলো, কাদরা ওয়ার্ড জামায়াতের আমির আবু জাহেদ প্রমুখ।

এ সময়  জামায়াত নেতা মাওলানা নুরুল আফসার, মাওলানা  মো: হানিফ,মাওলানা দ্বীন মোহাম্মদ, আবুল খায়ের, মো: সামছুদ্দোহা প্রমুখ।

দীর্ঘদিন পর প্রকাশ্যে বিশাল এই কর্মী সম্মেলন কে ঘিরে নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ও উচ্চাস লক্ষ করা যায়।

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির  সেনবাগ উপজেলা ও পৌর শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর